কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়ছে ১১ শতাংশ। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হচ্ছে। এক্ষেত্রে জানা গিয়েছে, গত ১ জুলাই মাস থেকে ডিএ-র বর্ধিত হার কার্যকর হবে। আগস্ট মাসের শুরুতে বেতন মিলবে, তা বর্ধিত ডিএ-সহ পাওয়া যাবে।
সূত্রের আরও খবর, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক হল ২৫ শতাংশ। করোনা আবহের জেরে ডিএ বৃদ্ধি স্থগিত ছিল। উল্লেখ্য, এই ১.৫০ বছরে তিন দফায় ডিএ-র হার ১১ শতাংশ বৃদ্ধির কথা ছিল। বর্তমান ডিএ-র ১৭ শতাংশের সঙ্গে যোগ হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কোনও বকেয়া বা ‘এরিয়ার’ মিলবে না।
সরকারি সূত্রের খবর, চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্বাভাবিক নিয়মে আরও এক দফা মহার্ঘ ভাতা বাড়ার কথা, তা সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঘোষণা হবে। ওই বর্ধিত মহার্ঘ ভাতাও ১ জুলাই থেকেই কার্যকর হবে। এ বিষয়ে জানা গিয়েছে, সরকারি কর্মীর সংখ্যা এখন প্রায় ৪৮ লক্ষ ৩৪ হাজার। আবার পেনশনভোগী ৬৫ লক্ষ ২৬ হাজারের মতো। বর্ধিত ডিএ দিতে গিয়ে প্রতিবছর কেন্দ্রীয় সরকারের ৩৪,৪০১ কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানা গিয়েছে।

