Dakshineswar Mandir-1Others 

দক্ষিণেশ্বর মন্দির মহালয়ার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণেশ্বর মন্দির মহালয়ার দিন সকালে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, সামাজিক দূরত্ববিধির কথা ভাবনা-চিন্তায় রেখে আগামী ১৭ সেপ্টেম্বর মহালয়ার দিন দক্ষিণেশ্বর মন্দির ভোর থেকে দুপুর ৩টা পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর মন্দির সূত্রে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টার সময় ভক্তদের জন্য মন্দির চত্বর খুলে দেওয়া হবে। এক্ষেত্রে রাত সাড়ে ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলেও জানা গিয়েছে। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভিড়ের কথা বিবেচনা করে মন্দির বন্ধ রাখার বিষয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মন্দির কমিটিকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment