neet 1Breaking News Education 

করোনার আবহেই সর্বভারতীয় নীট পরীক্ষা শুরু

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সর্বভারতীয় নীট পরীক্ষা শুরু আজ। সব জেলার মত উত্তর ২৪ পরগনা জেলার বেশকিছু স্কুল ও কলেজে এই পরীক্ষার সিট পড়েছে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে যাতে কোনরকম জমায়েত না হয় সেই কারণে পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে।

সূত্রের খবর, বারাসাতের একটি বেসরকারি ইউনিভার্সিটিতে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি পরীক্ষার্থীকে প্রবেশ করতে হচ্ছে। কিন্তু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ক্ষেত্রে কিছু অভিযোগও দেখা যায়। তাঁদের অভিযোগ, কিছু না জানিয়েই কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করেছে। ফলে তাঁদের অনেকেই জানতেন না কোথায় তাঁদের সিট পড়েছে। এর ফলে কিছুটা হয়রানির শিকার হতে হয় পরীক্ষার্থীদের।

সূত্রের আরও খবর, গণপরিবহনের ওপর ভরসা না করেই পরীক্ষার্থীরা সবাই চলে এসেছে প্রাইভেট গাড়ি করে। অনেকে আবার আগের দিন রাত্রেই চলে এসেছেন পরীক্ষা কেন্দ্রে।

নিউটাউনের একটি বেসরকারি কলেজের চিত্র

অন্যদিকে নিউটাউনের একটি বেসরকারি কলেজে নীট পরীক্ষার চিত্র ধরা পড়েছে। করোনা আবহে পরীক্ষা শুরুর কারণে পরীক্ষা কেন্দ্রের ভিতর ঢোকার লাইনে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন পরীক্ষার্থীরা, সেদিকেও জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের দাঁড়ানোর জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের ওই পয়েন্টের মধ্যেই দাঁড়াতে হবে।

পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করার সাথে সাথে থার্মাল গান দিয়ে পরীক্ষার সঙ্গে স্যানিটাজড করা হবে পরীক্ষার্থীদের।

Related posts

Leave a Comment