PM Cares FundHealth Others 

করোনা-মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান রেল ও আধাসেনার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা-মোকাবিলায় রেলমন্ত্রক প্রধানমন্ত্রীর তহবিলে ১৫১ কোটি টাকা দেবে বলে জানিয়েছে। এ কথা জানান রেলমন্ত্রী পীযুষ গয়াল। রেল সূত্রের খবর, পিএম কেয়ারস ফান্ডে ১ মাসের বেতনও দেবেন রেলমন্ত্রী। রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, করোনা মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কর্মীরাও ১ দিনের বেতনও দেবেন প্রধানমন্ত্রীর তহবিলে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, করোনা-মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরাও তাঁদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এই টাকার অঙ্ক প্রায় ৫০০ কোটি টাকা। পাশাপাশি ১১৬ কোটি টাকার চেক স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দিয়েছে আধাসেনা, এমনও খবর রয়েছে।

Related posts

Leave a Comment