লক ডাউন পরিস্থিতির মধ্যেই ভবানীপুরে বহুতলে আগুন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভবানীপুরের একটি বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। লকডাউনে জেরবার শহর। তার মধ্যেই এই বিপর্যয়।সূত্রের খবর, কলকাতার ভবানীপুরে এক বহুতলে লাগল বিধ্বংসী আগুন৷ ভবানীপুরের এই বহুতলে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লেগেছে বলে খবর৷ স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি৷ আবার আবাসনের মধ্যে কেউ আটকে রয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ ও দমকল৷ অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ তলায় একটি ফ্ল্যাটে প্রথমে আগুন লাগে। এরপর ছড়িয়ে পরে তা অন্যত্র।দমকল সূত্রের খবর, আবাসনের বাসিন্দাদের প্রায় সবাইকে নিরাপদে নিচে নামানো হয়েছে৷ তবে হতাহতের কোনও খবর এখনও অবধি মেলেনি