করোনাজনিত পরিস্থিতিতে ফোনে কাউন্সেলিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা বিপর্যস্ত দেশ। গৃহবন্দি আমজনতা। যা চলবে এখনও এক পক্ষকাল। এই পরিস্থিতিতে কোনও ব্যক্তির মানসিক সমস্যা দেখা দিলে ফোনের মাধ্যমে কাউন্সেলিংয়ের জন্য উদ্যোগী হল বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, করোনাজনিত পরিস্থিতি সম্পূর্ণ নতুন। গৃহবন্দি অবস্থায় থাকছেন দেশের সব মানুষ। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে অবসাদ, সংশয় ও ভারসাম্যের অভাব দেখা দেওয়াটা স্বাভাবিক। তাই ওই সংস্থার টোল-ফ্রি নম্বর জানানো হয়েছে- ০৮০৪৬১১০০০৭। প্রয়োজনে ওই নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।