chambaAccident Enviornment 

পরপর ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চাম্বা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ একদিকে করোনার থাবা। অন্যদিকে ভূমিকম্প। জেরবার দেশ। সূত্রের খবর একদিনে পরপর দু’বার ভূমিকম্প হল দেশে।হিমাচল প্রদেশের চাম্বাতেই এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। প্রথমে রবিবার গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর সোমবার সকালে ফের ভূমিকম্পে কাঁপল হিমাচল প্রদেশের চাম্বা অঞ্চল। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪.৫ এবং সোমবার কম্পনের মাত্রা ছিল ৩.৬। জানা গিয়েছে,গত শুক্রবার থেকে এই নিয়ে পরপর ভূমিকম্প হয়েছে চাম্বা অঞ্চলে।তবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য গত শুক্রবারে পরপর ৫বার কম্পন অনুভূত হয় চাম্বায়।তবে কম্পনের মাত্রা কম ছিল।পরপর কম্পনের ফলে স্থানীয় মানুষ আতঙ্কিত।

Related posts

Leave a Comment