করোনা মোকাবিলায় কেন্দ্রের ১১টি কমিটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গোটা বিশ্বের মতোই করোনার মোকাবিলায় যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছে কেন্দ্রীয় সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১৯২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১০২ জন। মৃত্যুর সংখ্যা ২৯ জন। পরিস্থিতি যে খুব সন্তোষজনক তা বলা যাবে না। এই পরিস্থিতি থেকে মুক্ত হতে নতুন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় ১১টি কমিটি গঠন করেছে বলে খবর। জানা গিয়েছে, এই ১১টি কমিটি করোনা মোকাবিলার পরিকল্পনা তৈরি ও তার রূপায়ণে কাজ করবে। সূত্রের খবর, ওই কমিটিগুলিতে ৬৮ জন আমলা রয়েছেন। এক্ষেত্রে প্রয়োজনে উপদেশ দেবেন ক্যাবিনেট সচিব।