পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে প্রতিদিনই বিশেষ ট্রেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল প্রতিদিনই বিশেষ ট্রেন চালাচ্ছে বাজারে খাদ্যশস্যের জোগান স্বাভাবিক রাখতে। পূর্ব রেল সূত্রের খবর, দেশে লকডাউনজনিত পরিস্থিতিতে পূর্ব রেল ইতিমধ্যে শতাধিক পণ্যবাহী ট্রেন চালাচ্ছে। অন্যদিকে সময় বাঁচাতে রেলবোর্ডের নির্দেশে সব পণ্যবাহী ট্রেন মেন লাইন দিয়ে চালানো হচ্ছে। পূর্ব রেল সূত্রের আরও খবর, যাত্রীবাহী ট্রেনের গতিতে বিশেষ পার্সেল ট্রেন চালানোও হচ্ছে। যাতে ওষুধ-সহ চিকিৎসা সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল ওই সব সরঞ্জাম বহনের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।