shikaLifestyle Others 

করোনা মোকাবিলায় দেশের সেবায় অভিনেত্রী শিখা মালহোত্রা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ক্যামেরার সামনে নয়, এবার বাস্তবে করোনা যুদ্ধে দেশের সেবায় অভিনেত্রী শিখা মালহোত্রা।সূত্রের খবর, দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ ও সফদরজঙ হাসপাতালের নার্সিংয়ের ডিগ্রি নিয়ে পাস করেছেন শিখা। দেশের কঠিন সময়ে রূপালী জগৎ ছেড়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন। দেশের কল্যাণে নিজের অর্জিত বিদ্যা কাজে লাগালেন তিনি।চিকিৎসার কাজে এগিয়ে এলেন অভিনেত্রী। একটা সময় শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমাতেও অভিনয় করেছেন। এবার তাঁকে দেখা গেল নার্সের অ্যাপ্রণ পরে মুম্বইয়ের হাসপাতালে রোগীদের সেবা করতে। অভিনেত্রী শিখা জানিয়েছেন, আমি কোভিড-১৯ আক্রান্তদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।কারণ, আমার কাছে সেই উপায় রয়েছে।ভারতে ইতিমধ্যেই করোনা-আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শিখা আরও জানিয়েছেন, একজন নার্স ,একজন এন্টারটেনার হিসেবে সর্বদাই দেশের সেবার জন্য প্রস্তুত, যেখানেই হোক,যখনই হোক। অনুগ্রহ করে বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন, সরকারকে সাহায্য করুন।যাঁদের মেডিক্যাল ডিগ্রি রয়েছে, তাঁদের অতি সংক্রামক এই রোগের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন শিখা। তিনি মুম্বইয়ের যোগেশ্বরীতে বালাসাহেব ঠাকরে ট্রমা সেন্টারেও কাজ করছেন।শিখা বলেছেন, তিনি বেশ কয়েকটি নামী হাসপাতালে আবেদন করেছিলেন।

Related posts

Leave a Comment