ছায়া দেবীর প্রয়াণ দিবস
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ছায়া দেবী নামটির সঙ্গে প্রথমেই মনে পড়ে বাংলা সিনেমার একজন বিশিষ্ট অভিনেতার নাম। তিনি প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন ” পথের শেষে” ছবি দিয়ে। সেই চরিত্র ছিল এক বৈষ্ণবীর। তাঁর আসল নাম ছিল কনকবালা গঙ্গোপাধ্যায়। নাম বদলে হয়ে গেলেন ছায়া দেবী। ১৯৩৬ সালে ” পথের শেষে” মুক্তি পেয়েছিল। এরপর “সোনার সংসার”, “রিক্তা” সহ একাধিক ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।
তাঁর প্রায় ষাট বছরেরও বেশি অভিনয় জীবন। এই অভিনেতার শেষ অভিনীত ছবি হল-“তোমার রক্তে আমার সোহাগ” । ১৯৯৩ সালে রাম মুখোপাধ্যায়ের এই ছবিতে অভিনয়ের পর অভিনয় জগতের সমাপ্তি ঘটেছিল। ২০০১ সালের ২৫ এপ্রিল প্রখ্যাত এই অভিনেত্রীর প্রয়াণ ঘটেছিল। সেই শিল্পীকে স্মরণ ও শ্রদ্ধা।