সৌগত রায়ের স্ত্রী ডলি রায়ের প্রয়াণ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়ের প্রয়াণ। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সৌগত রায় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি নিজের জগৎ নিয়েই ব্যস্ত ছিলেন। মহিলা টি টেস্টার হিসেবে পেশাদারি কর্ম জীবন শুরু করেন। ভারতের প্রথম মহিলা টি টেস্টার হিসেবে তিনি খ্যাত।
দক্ষিণ কলকাতায় নিজের একটি টি বারও খুলেছিলেন তিনি। লেক গার্ডেন্সের বাড়িতে থাকতেন। ডলি রায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, “ডলি রায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ এই কঠিন সময়ে আমি সৌগত রায় এবং তাঁর পরিবারের পাশে রয়েছি এবং তাঁর জন্য প্রার্থনা করছি।”

