আরবসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আরবসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের ফলে সাইক্লোনিক স্টর্ম আর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর এই সতর্কবার্তা জারি করেছে।
আইএমডি সূত্রে খবর, লাক্ষাদ্বীপের জন্য বাড়তি সতর্কতা জারি করতে বলা হয়েছে। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ১৩ থেকে ১৫ মে অবধি ভারী বৃষ্টিপাত হবে কেরল, তামিলনাড়ু ও কর্ণাটক সহ বেশ কিছু রাজ্যে।
এক্ষেত্রে আরও জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগরে ১৪ মে সকালে নিম্নচাপ ঘণীভূত হবে। এটা দক্ষিণ পূর্ব আরব সাগর বরাবর উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে বলে জানা যায়। লাক্ষাদ্বীপের পাশ দিয়েও বয়ে যাওয়ার সম্ভাবনা। এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পূর্ব মধ্য আরবসাগরে। পরবর্তীতে উত্তর ও উত্তরপূর্ব দিকে এগোতে থাকবে বলে আবহবিদরা মনে করছেন।
সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে মহারাষ্ট্র উপকূল বরাবর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মে মাসের ১৫ তারিখ থেকে তাঁরা যেন সমুদ্রে না যান সেই বার্তা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। রত্নগিরি, সিন্ধদুর্গ, আহমেদনগর, কোলাপুর, পুণে, সাতারা, সাঙ্গলি, শোলাপুর, বিড, নানদিদ, লাতুর ও সমানাবাদের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে। মুম্বাইতে আকাশ অংশত মেঘলা থাকবে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে বলে সূত্রের খবর।

