মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জোর জল্পনা। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি। তবে জমা পড়েছে রিপোর্ট। মাধ্যমিক-২০২১এর ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর,আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষার ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা এখনও পরিষ্কার নয়। নির্ধারিত সূচি মেনেই কি হবে মাধ্যমিক পরীক্ষা, তা স্থগিত হবে নাকি বাতিল হবে,এসব নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে রাজ্যের স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের দীর্ঘ বৈঠকের পর মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশদ রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে ৷
আবার লোকাল ট্রেন বন্ধ থাকায় আরও দুশ্চিন্তা বেড়েছে মধ্যশিক্ষা পর্ষদের। জেলায় জেলায় উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রে লোকাল ট্রেনই বড় ভরসা পর্ষদের কাছে ৷ এক্ষেত্রে আরও জানা যায়,পরীক্ষা না হলে কীভাবে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে,পর্ষদের কাছে তা জানতে চায় স্কুল শিক্ষা দফতর ৷
এ বিষয়ে আরও জানা যায়,মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠান স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও পর্ষদ সভাপতিকে ফোন করেছেন বলেও জানা যায়।
সূত্রের আরও খবর, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বর্তমানে কী অবস্থায় রয়েছে তার স-বিস্তার রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে ৷ পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে লোকাল ট্রেন বন্ধ থাকলে কী কী সমস্যা হতে পারে, তাও জানানো হয়েছে ৷ এক্ষেত্রে কত পরীক্ষার্থী ও কত পরীক্ষা কেন্দ্র তৈরি রাখা হয়েছে সেই তথ্যও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে ৷
এই সবদিক খতিয়ে দেখে বিবেচনা করে তবেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী,এমনটাই জানা গিয়েছে ৷ শেষ পর্যন্ত পরীক্ষা না হলে কীভাবে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হবে, সে বিষয়েও রাজ্য সরকারকে জানানো হয়েছে।

