dipikaBreaking News Lifestyle 

এনসিবি-র জেরায় মাদক সেবনের কথা অস্বীকার দীপিকার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোনও নিরাপত্তারক্ষী, বড় গাড়ি ছাড়াই সবার অলক্ষ্যে এনসিবি অফিসে হাজির হয় দীপিকা। অবশেষে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরায় হোয়াটসঅ্যাপে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাদক সেবনের কথা তিনি অস্বীকার করেছেন বলে খবর। উল্লেখ্য, দীপিকার সঙ্গে তাঁর ট্যালেন্ট ম্যানেজার করিশ্মার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল। সূত্রের খবর, ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে ‘ডি’ নামের অধ্যক্ষর ব্যক্তি যে দীপিকাই তা মূলত স্বীকার করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে তিনি এও জানিয়েছেন যে, তিনি মাদক সেবন করেননি।

সূত্রের আরও খবর, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকাই। সেখানে মাদক নিয়েই কথাবার্তা হত। সেই গ্রুপে যুক্ত ছিলেন করিশ্মা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহা বলেও জানা গিয়েছে। সেই গ্রুপে মাদক সংক্রান্ত চ্যাট থাকলেও আদতে তিনি মাদক সেবন করেননি বলেই দাবি দীপিকার।

পাশাপাশি এনসিবি-র অন্য একটি জেরায় মুখোমুখি হন শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান। সেখানে ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করেছেন শ্রদ্ধা ও সারা। জেরায় দুই অভিনেত্রী জানিয়েছেন, সুশান্তের লোনাভলার ফার্ম হাউজে ড্রাগস পার্টি হয়েছিল। তাঁরা সেখানে উপস্থিত থাকলেও কোনও মাদক সেবন করেননি। জানা গিয়েছে, এক্ষেত্রে সুশান্ত আর সারার পুরনো ফার্ম হাউজের ভিডিও দেখিয়ে জেরা করা হচ্ছে দুই অভিনেত্রীকে।

Related posts

Leave a Comment