Snapshot_0Others 

গৃহবধূ খুনের অভিযোগে চাঞ্চল্য দেগঙ্গায়

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: পনের দাবিতে গৃহবধূকে মারধোর করে গালে কীটনাশক ঢেলে খুন করার অভিযোগে চাঞ্চল্য দেগঙ্গার যাদবপুর গ্ৰামে। মৃত ডালিয়া খাতুন (২৩)নামে গৃহবধূকে তাঁর শ্বশুর বাড়িতে কবর দেওয়ার দাবি জানিয়ে বুধবার বাপের বাড়ির লোকজন বিক্ষোভ দেখায়। অভিযুক্তরা সকলে পলাতক।

বছর দেড়েক আগে সামাজিক রীতি মেনে দেখাশুনা করে বিয়ে হয় দেগঙ্গার রায়পুর গ্ৰামের ডালিয়ার সাথে যাদবপুর গ্ৰামের পেশায় চাষী মনিরুল মন্ডলের সাথে।বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের সময় পনের দাবি না থাকলেও বিয়ের পর থেকে টাকা, মোটরবাইক বাপের বাড়ি থেকে আনার জন্য চাপ দিত। না আনলে মারধর ও অত্যাচার করতো মৃত গৃহবধূর স্বামী,শ্বশুর, স্বাশুড়ি ও দেওর।

নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরও মটরবাইকের জন্য মারধর করে হাত পা চেপে ধরে গালে কীটনাশক ঢেলে দেয় বলে অভিযোগ স্বামী স্বশুর স্বাশুড়ি ও দেওর-এর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে প্রথমে বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে বারাসত সদর হাসপাতালে মারা যান। মারা যাওয়ার খবর পেতেই গৃহবধূর বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়িতে কবর দেওয়ার দাবিতে চড়াও হলে অভিযুক্তরা সকলে পালিয়ে যায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃত গৃহবধূর বাবা অভিযুক্ত চারজনের নামে খুনের লিখিত অভিযোগ করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।। তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

Related posts

Leave a Comment