দুবাইয়ে নতুন এশীয় রেকর্ড ধর্মবীরের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন এশীয় রেকর্ড গড়লেন ভারতের ধর্মবীর। দুবাইয়ে আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ক্লাব থ্রো ইভেন্টে তাঁর এই সাফল্য। তিনি ছুড়েছেন ৩১.০৯ মিটার। যা নতুন এশীয় রেকর্ড হিসেবে গণ্য হয়েছে। এই ইভেন্টে তিনি পেলেন রুপো। অন্যদিকে আলজিরিয়ার ওয়ালিদ ফেরাহ পেয়েছেন সোনা। ব্রোঞ্জ পদক পেয়েছেন গ্রেট ব্রিটেনের স্টিভন মিলার। পাশাপাশি মহিলাদের ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেলেন ভারতের জয়ন্তা বেহরা।

