বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার অকাল প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন দিয়েগো মারাদোনা। সূত্রের খবর, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আর্জেন্টিনার এই প্রাক্তন ফুটবল তারকা। সম্প্রতি তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। সূত্রের আরও খবর, সকালে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যুর খবরে গোটা ফুটবল বিশ্বে শোকের ছায়া । গত শতাব্দীর সেরা ফুটবলারের অকাল প্রয়াণে শোকাহত তাঁর ভক্ত ও ফুটবলপ্রেমীরা।

