Indian ArmyOthers 

র‌্যালির মাধ্যমে কয়েকশো সোলজার নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং কোচবিহার জেলা থেকে সোলজার পদে কয়েকশো তরুণকে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আর্মি রিক্রুটমেন্ট অফিস, শিলিগুড়ি। নিয়োগ হবে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল (অ্যাভিয়েশন/ অ্যামিউনিশন এক্সামিনার), সোলজার ক্লার্ক/ স্টোর কীপার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সোলজার ট্রেডসম্যান-অল আর্মস ক্যটেগরিতে।

র‌্যালির দিনক্ষণ এবং কোথায় র‌্যালি হবে তা পরে জানানো হবে। তবে র‌্যালিতে অংশ নিতে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। র‌্যালির ১৫ দিন আগে অ্যাডমিট কার্ড পাঠানো ওই ই-মেল আইডিতে।

সোলজার জেনারেল ডিউটি: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। এছাড়া মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ করে নম্বর পেয়ে থাকতে হবে।

সোলজার টেকনিক্যাল এবং টেকনিক্যাল (অ্যাভিয়েশন/ অ্যামিউনিশন): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ইংরিজি নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। উচ্চমাধ্যমিক/ সমতুলে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর এবং প্রতিটি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট: ফিজিক্স, কেমিস্ট্র, ইংরিজি ও বয়োলজি কিংবা জুলজি, বটানি-সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। মোট অন্তত ৫০ শতাংশ এবং প্রতি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

সোলজার ক্লার্ক/ স্টোর কীপার টেকনিক্যাল: মোট অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সায়েন্স/ আর্টস/ কমার্স শাখায় উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। প্রতি বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। বিশেষ করে ইংলিশ আর ম্যাথমেটিক্স/ অ্যাকাউন্ট্যান্সি/ বুক কিপিং -এর একটিতে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকা চাই।

সোলজার ট্রেডসম্যান-অল আর্মস (শেফ, ওয়াশারম্যান, ড্রেসার, স্টুয়ার্ড, সাপোর্ট স্টাফ-ই আর, পেইন্টার, টেইলর, আর্টিসান-উড ওয়ার্ক): প্রতি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে।

সোলজার ট্রেডসম্যান-অল আর্মস (মেস কীপার, হাউস কীপার): প্রতি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর নিয়ে অস্টম শ্রেণি পাশ হতে হবে।

ওপরে বলা সব পদের ক্ষেত্রেই ১-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।

উচ্চতা হতে হবে:- ক্লার্ক/ স্টোর কীপার টেকনিক্যাল: ১৬২ সেমি আর বাকি সব পদের ক্ষেত্রে ১৬৯ সেমি। তফশিলি উপজাতি প্রার্থীদের ১৬২ সেমি, গোর্খাদের ১৫৭ সেমি। জেনারেল ডিউটি ক্যাটেগরি: পার্বত্য এলাকার উপজাতি ১৬০ সেমি। সোলজার টেকনিক্যাল ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্যাটেগরি: পার্বত্য এলাকার উপজাতি প্রার্থীদের ১৫৭ সেমি। বুকের ছাতির মাপ হতে হবে:- ট্রেডসম্যান ক্যাটেগরি: না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি আর বাকি পদের ক্ষেত্রে ৭৭ ও ৮২ সেমি।

রাজ্য, জাতীয় এবং জেলা স্তরের খেলোয়াড়রা উচ্চতা, বুকের ছাতির মাপ ও ওজনে যথাক্রমে ২ সেমি, ৩ সেমি ও ৫ এবং সমরকর্মী, প্রাক্তন সমরকর্মী, যুদ্ধে নিহত সেনার ছেলেরা উচ্চতা, বুকের ছাতির মাপ ও ওজনে যথাক্রমে ২ সেমি, ১ সেমি ও ২ কেজি ছাড় পাবেন।

প্রার্থিবাছাই হবে শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, প্রমাণপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। সক্ষমতার পরীক্ষায় সফল হলে তবেই ডাক্তারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্রের ঠিকানা র‌্যালির সময়ে জানানো হবে।

র‌্যালির সময়ে সঙ্গে নেবেন যাবতীয় প্রমাণপত্রের মূল ও সেসবের ২ সেট প্রত্য়িত জেরক্স এবং (সাদা ব্যাকগ্রাউন্ডে, (র‌্যালির দিন থেকে গত) ৩ মাসের মধ্যে তোলা) ২০ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি। এ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে ও পিডিএফ থেকে।

যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে অবশ্যই নেবেন। সকাল ৬টার মধ্যে র‌্যালিকেন্দ্র হাজির থাকতে হবে। র‌্যালিতে ৩ থেকে ৪ দিন থাকতে হতে পারে। থাকার ব্যবস্থা প্রার্থীকেই করতে হবে। সঙ্গে অন্যান্য প্রস্তুতিও রাখবেন‌। তথ্যের প্রয়োজনে যে কোনও কাজের দিনে আর্মি রিক্রুটমেন্ট অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ফোন করতে পারেন এই নম্বরগুলিতে: 0353-2590040, 8900092194 & 8900095820.

পিডিএফ ও বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment