সল্টলেকে প্রাতঃভ্রমণে অমর্ত্য সেনকে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তাই মিউনিসিপ্যাল ইলেকশন বন্ধ করে রেখেছেন। বিধানসভার আগে তৃণমূল কংগ্রেস ঘর বাঁচাতে ব্যস্ত। দল সামলাবেন নাকি রাজনীতি করবেন, বুঝতে পারছেন না। শনিবার সল্টলেকে প্রাতঃভ্রমণে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আরও মন্তব্য করেছেন, নোবেলজয়ী অমর্ত্য সেনকে আমরা সম্মান করি। তাঁর কাছ থেকে কিছু আশা করি না। তবে কোনও গোষ্ঠীর হয়ে তিনি যেন সওয়াল না করেন। কোনও পার্টির হয়ে তিনি বক্তব্যও না রাখেন। তাহলে কি ভুল লোককে নোবেল দেওয়া হল। এই বিষয়ে প্রশ্নও তুলেছেন দিলীপবাবু। তাঁর আরও বক্তব্য, একজন নোবেল জয়ীর কাছ থেকে এই ধরনের কথা আশা করা যায় না। তিনি একজন অসফল মুখ্যমন্ত্রীর কথা শুনছেন।

