পরিচালক প্রদীপ সরকারের প্রয়াণ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে পরিচালক প্রদীপ সরকার (৬৭) প্রয়াত হলেন। প্রথমে তিনি বিজ্ঞাপনী ছবি নির্মাণ করতেন। ২০০৫ সালে “পরিণীতা” ছবির মধ্যে দিয়ে বলিউডে পরিচালক হিসেবে শুরু করেছিলেন। “লগা চুনরি মে দাগ”, “লাফাঙ্গে পরিন্দে”, “মর্দানি” সহ একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি “অ্যারেঞ্জড ম্যারেজ” ও “ফরবিডেন লভ” -এর মতো বিখ্যাত ওয়েব সিরিজ তৈরি করেছেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি “হেলিকপ্টার এলা”। কঙ্গনা রানাওয়াতকে নিয়ে “নটী বিনোদিনী” তৈরি করার কথা ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণ হল না। সান্তাক্রুজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক চলচ্চিত্র মহলে।