yash and visit mamataBreaking News Others 

“যশ” তাণ্ডবে ত্রাণ বন্টনে বেনিয়ম বরদাস্ত নয় : মুখ্যমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগণার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার সাগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সূত্রের খবর,”যশ” তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনও রকম বেনিয়ম বরদাস্ত করা হবে না ৷ উত্তর ২৪ পরগণার উপকূলবর্তী এলাকাগুলি পরিদর্শন করে হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠকে রীতিমতো কড়া এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়াই এখন সরকারের মূল লক্ষ্য হতে চলেছে ৷ এ বিষয়ে আরও জানা যায়,দুই ২৪ পরগনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক হওয়ার কথাও রয়েছে৷

ঘূর্ণিঝড় এবং জলস্ফীতির জেরে পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ,সাগর সহ দুই ২৪ পরগণার উপকূলবর্তী এলাকাতেই ঘূর্ণিঝড় এবং জলস্ফীতির জেরে প্রায় ১ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ হাজার হেক্টর কৃষি জমি, ৭ হাজার জলাশয় ৷ আবার ১৬০০ কিলোমিটার রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের বিষয়ে জানিয়েছেন , দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে ত্রাণ এবং ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে ৷ এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন,”যাঁদের ঘর বাড়ি, কৃষি জমি ও মাছ নষ্ট হয়েছে তাঁরা দুয়ারে ত্রাণ মাধ্যমে গ্রামে গ্রামে এবং ব্লকে ব্লকে চলবে ৷ ৩ থেকে ১৮ জুনের মধ্যে মানুষ এখানে এসে অভিযোগ জমা করবে ৷ এই শিবির সম্পূর্ণ সরকারি অফিসাররা পরিচালনা করবেন ৷ ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে ত্রাণ বা ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে”।

উল্লেখ করা যায়,”আম্ফান”-এর পর ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে আসে ৷ সেই বিতর্ক এড়ানোর জন্য এবার কড়া মনোভাব নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ বিষয়ে সতর্ক রাজ্য প্রশাসনও ৷ আগামিকাল দিঘাতেও প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী,এমনও খবর।

Related posts

Leave a Comment