খাবারের দাবিতে ডোমকলের কুঠিয়া মোড়ে ৩ ঘন্টা বিক্ষোভ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বহরমপুর-ডোমকল রাজ্য সড়ক অবরোধ করলেন শাঁখা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা। বিপর্যস্ত পরিস্থিতিতে কাজ নেই, খাবারও নেই শ্রমিকদের। এই দাবিতে পথে নামলেন তাঁরা। স্থানীয় সূত্রের খবর, খাদ্যসামগ্রীর দাবিতে ডোমকলের কুঠিয়া মোড়ে প্রায় ৩ ঘন্টা ধরে বিক্ষোভ দেখালেন তাঁরা। স্থানীয় শ্রমিকদের অভিযোগ, লকডাউনের জেরে খেটে খাওয়ার উপায় নেই। আবার সরকারি ত্রাণও সামান্য মিলছে। রেশনের চাল-আটাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ডোমকল পুরসভার পুরপ্রধানের আশ্বাসে ৩ ঘন্টার পর বিক্ষোভ তুলে নিয়েছে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় সূত্রের আরও খবর, বাড়ির মহিলারা ছোট ছোট সন্তানদের নিয়ে হাজির হন বিক্ষোভে।

