নীতি আয়োগের সমীক্ষা: পানীয় জলের সংকট বাড়ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পানীয় জলের তীব্র সংকট। নীতি আয়োগ জল সমস্যা সম্পর্কিত একটি বিশদ প্রতিবেদন দিয়ে এই সমস্যার গুরুতর পরিস্থিতি সম্পর্কে দেশকে সতর্ক করে গুরুত্বপূর্ণ কাজ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যে ৬০ কোটি ভারতীয় পানীয় জলের তীব্র সমস্যা নিয়ে লড়াই করছে। পরিষ্কার জলের অভাবে প্রতি বছর ২ লাখ মানুষ মারা যান। উল্লেখ্য, জলের মানের দিক দিয়ে বিশ্বের ১২২ টি দেশের মধ্যে ভারত ১২০ তম স্থানে রয়েছে। ৮৪ শতাংশ গ্রামীণ পরিবারে পানীয় জলের ব্যবস্থাও নেই। এ প্রসঙ্গে আরও বলা হয়েছে, দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের মতো মহানগরী সহ ২১ টি বড় শহরগুলিতে, আগামী কয়েক বছর পরে জল পাওয়া যাবে না। এই প্রতিবেদন ভারতের ভবিষ্যতের একটি ভীতিজনক চিত্র তুলে ধরছে।

