পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী : উৎসব রঙিনে মগ্ন শিল্পী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকেই শুরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো উদ্বোধন। সল্টলেকের এফডি ব্লক, লেকটাউনের শ্রীভূমি ও উত্তর কলকাতার টালা প্রত্যয়-এর পুজোর উদ্বোধন করবেন তিনি। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগামী সপ্তাহে একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যায়।
অন্যদিকে রাজ্যে দুর্গা পুজোর উদ্বোধনে আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি-র দলীয় সূত্রের খবর, এবছর সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোয় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ‘আজাদি কা অমৃত মহোৎসব’কে তুলে ধরার প্রচেষ্টা নিয়েছে। পুজো উদ্বোধনে আসার আগ্রহ প্রকাশ করেছেন অমিত শাহ,এমন কথাও দলীয় সূত্রে জানা গিয়েছে। সজল ঘোষের নেতৃত্বে হওয়া সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ও সল্টলেকের একটি পুজো রয়েছে ওই তালিকার মধ্যে।
স্থানীয় সূত্রের খবর, রাজ্যে শারদ উৎসবের প্রস্তুতি তুঙ্গে। পরিকল্পনা এবং রূপায়ণও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। মিথ ভাবনাকে রূপ দেওয়ার জন্য নিয়োজিত বিশিষ্ট শিল্পীরা। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার জন্য পুজোর গাইড ম্যাপ প্রকাশ দার্জিলিং জেলা পুলিশের। জেলায় দেবী বন্দনার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।
পাশাপাশি মৃৎশিল্পীদেরও একেবারে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। কলকাতার কুমোরটুলি সহ রাজ্যের প্রতিটি জেলায় প্রতিমা শিল্পীরা রয়েছেন ব্যস্ততায়। প্যান্ডেল নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও দিন-রাত কাজ করে চলেছেন। আবার ডাকের সাজের প্রতিমার জন্য গহনা তৈরিতেও মগ্ন কারিগররা। রাজ্যের বিভিন্ন জেলায় অনেক দেবী প্রতিমার সব গয়নাই শোলার হয়ে থাকে। শোলার সাজেই সেজে ওঠেন দেবী দুর্গা মাতা। মায়ের ভূবনমোহিনী রূপে ভক্ত-দর্শনার্থীদের মুগ্ধ করানোর জন্য জোর কদমে তৎপরতা চলেছে এই সব শিল্পীদের।
বেশ কিছু জেলার গ্রামীণ এলাকায় দারুন ব্যস্ত শোলার কারিগররা। শোলার গন্ধ মাখা পরিবেশ। এই সব শিল্পীদের ঘরে ঘরে উমা-বন্দনার আয়োজনে শোলার সাজের রকমারি কাজ চলছে। শোলার সাতরঙে ডুবে রয়েছেন এই কাজে নিয়োজিত ব্যক্তিরা। অনেক মহিলাদেরও শোলার কাজে হাত লাগাতে দেখা যায়। প্যান্ডেল ও প্রতিমা সাজানোর রমরমা প্রস্তুতি। সব মিলিয়ে মহালয়ার আগেই সবাই সেজে উঠেছে উৎসবকে রঙিন করার জন্য।
(ছবি: সংগৃহীত)

