বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইসিসি এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছে,২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে। ২০২৫ সালের ফাইনাল খেলা হবে লর্ডসে। ইতিপূর্বে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল লর্ডসে। নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় ভারত। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ২ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে শ্রীলঙ্কা। ভারত রয়েছে ৪ নম্বরে।

