ইংল্যান্ডের মাটিতে হরমনপ্রীতের অনবদ্য ব্যাটিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইংল্যান্ডে ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজ। ইংল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। অপরাজিত থাকলেন ১১১ বলে ১৪৩ রানের অসাধারণ ইনিংস খেলে। ১৮ টি চার ও ৪টি ছয়ের সুবাদে তাঁর এই রান সংগ্রহ। সেন্ট লরেন্স গ্রাউন্ডে তাঁর এই অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ভারত তোলে ৫ উইকেটে ৩৩৩ রান। অন্যদিকে এই সিরিজের শেষ ম্যাচ খেলে সম্ভবত অবসর গ্রহণ করবেন ভারতের দুরন্ত মহিলা পেস বোলার ঝুলন গোস্বামী।

