কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেস্কোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি। ইউনেস্কো ইন্ডিয়ার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এ বিষয়ে জানানো হয়, কলকাতার দুর্গাপুজোর মধ্যে রয়েছে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। সেই সুবাদে ইউনেস্কোর কালচালার হেরিটেজের তালিকায় এটিকে অন্তর্ভূক্ত করা হয়েছে। উল্লেখ করা যায়,এ বছর দুর্গাপুজো সমাপ্ত হয়েছে বেশ কয়েক মাস। পরের বছরের প্রস্তুতিও শুরু হয়েছে। এক নতুন পালক সংযুক্ত হল রাজ্যের মুকুটে ।
উল্লেখ্য,দুর্গাপুজোকে এক আন্তর্জাতিক উৎসব হিসাবে তুলে ধরার সব রকম প্রচেষ্টা নিয়েছে রাজ্য সরকার। কোভিডের কারণে সেই উদ্যোগে অনেকটাই বিঘ্ন ঘটে। পুজোর কার্নিভালও বাতিল করতে হয় । পরবর্তী সময়ে আবারও পুরনো ছন্দে ফিরবে পুজো, এমনই প্রত্যাশা। তার মধ্যেই এই স্বীকৃতি পাওয়ায় পুজোকে ঘিরে নতুন উন্মাদনা তৈরি হবে এটাই স্বাভাবিক।

