ভূমিকম্পে কাঁপল রাজধানী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউনে জেরবার দেশ।এর মধ্যে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী।লকডাউনে এমনিতেই দেশের মানুষ দিশেহারা। তার মধ্যেই নতুন করে গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিল প্রবল ভূমিকম্প।সূত্রের খবর, এই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল।ওই অঞ্চলে প্রবল কম্পন অনুভূত হয়।জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।তীব্র কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।ফলে বহু মানুষ এই সময় ভয় পেয়ে লোকডাউন না মেনে রাস্তায় বেড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি।এখনও অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, কোনও মৃত্যুর খবর নেই।ক্ষয়ক্ষতিও জানা যায়নি।মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, দিল্লির সারিতা বিহার ছিল এই কম্পের উৎসস্থল।৮ কিলোমিটার মাটির নীচে এই ভূকম্পন অনুভূত হয়।

