রোজগার বন্ধ পুরোহিতদেরও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের জেরে রোজগার বন্ধ পুরোহিতদেরও। সূত্রের খবর, দোকানের পুজো, মন্দিরের পুজো বা বাড়ির পুজো একপ্রকার বন্ধই। গত বছর চৈত্রের শেষে এই অবস্থা ছিল না। এবার বিপর্যস্ত পরিস্থিতিতে জেরবার পুরোহিতরাও। নববর্ষের হালখাতা পুজোর এবার করুণ অবস্থা। পুরোহিত নিয়ে টানাটানির ছবি এবার দেখা যাবে। এবার বদলেছে সেই ছবিও। গণেশ বা লক্ষ্মীপুজো হবে কিনা, তা নিয়ে সন্দেহ বেড়েছে। জানা গিয়েছে, নববর্ষের হালখাতা পুজো-সহ বিভিন্ন পুজো এবং বিয়ের অনুষ্ঠান এবার থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ বেড়েছে পুরোহিতদের। চিন্তাও বেড়েছে অধিকাংশ পুরোহিতের। পুজো করেই কিছু রোজগার হত, এখন সেখানে ভাটা। আবার ব্যবধান-বিধির জেরে এখন সব পুজো, সামাজিক অনুষ্ঠানও বন্ধ। পুরোহিতদের রোজগারে টান পড়েছে। রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টও সেকথা মেনে নিয়েছে। কিছু পুরোহিতের এখন খুবই অভাবে দিন চলছে। মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে আবেদনও জানানো হয়েছে বলে জানা গেল।

