bird flu and eggOthers 

ডিমের দাম কমেছে বার্ড ফ্লু আতঙ্কে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এখন দেশজুড়ে বার্ড ফ্লু আতঙ্ক। জলের দরে বিক্রি হচ্ছে ডিম। সূত্রের খবর, এখনও পর্যন্ত দেশের ৭টি রাজ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে৷ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে ৷ উল্লেখ করা যায়, বার্ড ফ্লুর জেরে চিকেনের পাশাপাশি এক ধাক্কায় অনেকটাই কমে গেল ডিমের দামও ৷ এক্ষেত্রে জলের দরে বিক্রি হচ্ছে ডিম ৷ সূত্রের আরও খবর, হরিয়ানায় অবস্থিত দেশের সবচেয়ে বড় ডিমের মান্ডিতেও বার্ড ফ্লুর আঁচ পড়েছে ৷ সেখানকার বারওয়ালা মান্ডিতে প্রতিদিন কয়েক কোটি টাকার ডিমের ব্যবসা হয় ৷ বার্ড ফ্লুর কারণে ডিমের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বারওয়ালা মান্ডিতে বার্ড ফ্লুর জেরে মুরগি মারা যাচ্ছে বলে অভিযোগ।
এ বিষয়ে আরও জানা যায়, এক সপ্তাহ পূর্বে এখানে ১০০টি ডিম ৫৫০ টাকায় বিক্রি হয়েছে ৷ বাজারে এখন ১০০টি ডিম ৩০০ টাকায় বিক্রি হচ্ছে ৷ উত্তরপ্রদেশের এগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রতিদিন ২২ থেকে ২৫ কোটি টাকার ডিমের ব্যবসা হয়ে থাকে ৷
কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কড়া সতর্কতা জারি হয় ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন,পরিযায়ী পাখিদের থেকেই এই ফ্লু সংক্রমিত হচ্ছে পোল্ট্রির মুরগি ও হাঁসেদের মধ্যে। আবার কাকের মধ্যেও দেখা গিয়েছে এই ফ্লু। বার্ড ফ্লু-র আবহে ডিম ও পোলট্রির দামও কমেছে।

Related posts

Leave a Comment