আয়কর রিটার্ন জমা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেশি রিটার্ন জমা। সূত্রের খবর, গত অর্থবর্ষের ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ জানুয়ারি। আয়কর দফতর সূত্রের খবর, ওই সময়ের মধ্যে সব ধরনের আয়কর মিলিয়ে ৫.৯৫ কোটি রিটার্ন জমা পড়েছে। উল্লেখ করা যায়, আগের বারের চেয়ে ৫ শতাংশ বেশি। সূত্রের আরও খবর, যাঁদের অ্যাকাউন্ট অডিট করাতে হয়, তাঁদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি। এক্ষেত্রে আরও জানা যায়, তা আরও বাড়ানোর দাবি উঠেছে। তবে তা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

