ভোটের নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হবে। ভোটের প্রচার শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব জেলা প্রশাসনগুলিকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিয়েছে, প্রচার বন্ধ থাকা ওই ৪৮ ঘন্টার মধ্যে ভোট সংক্রান্ত কোনও জনসভা ও মিছিল-মিটিং করা যাবে না। পাশাপাশি আরও জানানো হয়েছে, টিভিতে প্রচারমূলক কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে, সঙ্গীতানুষ্ঠান, নাটক বা এমন কোনও বিনোদনমূলক অনুষ্ঠানও করা যাবে না। ২০টি জেলায় ১০৮টি পুরসভার ওয়ার্ড সংখ্যা ২২৭৩টি।

