রাজ্যে রাজ্যে জমি চিহ্নিত করার কাজও শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জমি বাছার কাজ শুরু রাজ্যে রাজ্যে। সূত্রের খবর, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, তাঁরা বহুজাতিক সংস্থাগুলির কাছে চিন থেকে কারখানা সরিয়ে এনে এ দেশে লগ্নির আহ্বান জানিয়েছেন। এবার তেমন পরিস্থিতির কথা ভেবে আসরে নামল কেন্দ্র। জানা গিয়েছে, রাজ্যে রাজ্যে জমি চিহ্নিত করার কাজও শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পর কোনও সংস্থা এ দেশে ব্যবসা করার জন্য জায়গা সন্ধান করলে, তখন যাতে সহজেই পাওয়া যায় তাই এই তৎপরতা। সরকারি সূত্রে আরও জানা যায়, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ হেক্টর জমি কারখানা তৈরির “ল্যান্ড ব্যাঙ্ক” হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, লগ্নি টানার ক্ষেত্রে ভারতে জমিজট বড় বাধা। এটা বুঝেই শিল্পের জমি পাওয়া সহজ করার জন্য “ল্যান্ড ব্যাঙ্ক”-ই একমাত্র রাস্তা বলে কেন্দ্রের কর্তাব্যক্তিরা মনে করছেন। করোনা সঙ্কটের মধ্যেই তাই এই উদ্যোগ গ্রহণ।

