Tomas HardiLifestyle 

ইংরেজ সাহিত্যিক টমাস হার্ডি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ইংরেজ সাহিত্যিক টমাস হার্ডি। ১৮৪০ সালের ২ জুন ইংল্যান্ডে তাঁর জন্ম। রোমান্টিসিজম ঘরানার এই কবি ও ঔপন্যাসিক ”উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ” ও ”চার্লস ডিকেন্স” এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। ডিকেন্সের মতো টমাস হার্ডি লেখাও ভিক্টোরিয়ান সোসাইটিতে আলোচিত হয়েছিল। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল- ”দ্যা পুওর ম্যান এন্ড দ্যা লেডি”, ”ডেসপাটে রেমেডিস”, ”আন্ডার দ্যা গ্রিন উড ট্রিজ”, ”এ পেয়ার অব ব্লু আইজ” ও ”ফার ফ্রম দ্যা ম্যাডিং ক্রাউড” প্রভৃতি।

Related posts

Leave a Comment