পরিবেশ বাঁচাতে চাই বনভূমির লক্ষ্যপূরণ
গরম ও উষ্ণতা বাড়ছে। দাবদহে বা রোদের তেজে জীবন অতিষ্ঠ । সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন,সুস্থ সহায়ক পরিবেশ গড়ে তোলার জন্য কার্বন নির্গমনের পরিমাণ কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে। এই প্রতিকূল অবস্থা থেকে বাঁচতে এক-তৃতীয়াংশ বনভূমির লক্ষ্য পূরণ করা প্রয়োজন। অবাধে গাছ কাটা হচ্ছে। ধ্বংস হচ্ছে বনভূমি। জলাশয় বুজিয়ে দেওয়া হচ্ছে নির্বিচারে। এই অবস্থায় প্রকৃতি বিরূপ হয়ে চলেছে। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা বাড়তে বাড়তে কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি উঠেছে। পরিবেশবিদরা এক্ষেত্রে বলছেন,পরিবেশে গাছপালা কমে যাওয়ার কারণে গরমের তাপমাত্রা বেড়েই চলেছে। গরমে অস্বস্তি বাড়ছে। সুস্থভাবে বাঁচতে গেলে এক-তৃতীয়াংশ বনভূমি থাকা প্রয়োজন। বৃক্ষচ্ছেদনের ফলে গাছপালা বা বনভূমি অনেকটাই কমতে শুরু করেছে। সবুজের ঘাটতি মেটানো সম্ভব হলে অনেকটাই পরিস্থিতি সামলানো যাবে। জলবায়ু পরিবর্তন হয়ে চলেছে প্রতিদিন। গাছের সংখ্যা বাড়াতে হবে এমনই পরামর্শ। উল্লেখ করা যায়,২০৩০ সালের মধ্যে দেশে এক-তৃতীয়াংশ বনভূমি অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তার প্রয়োগ কতখানি তা নিয়ে প্রশ্ন থাকছে।

