India Export-1Others 

এপ্রিলের শুরুতে ভারতের রফতানি বৃদ্ধি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রফতানি বৃদ্ধি। সূত্রের খবর, গত ১ থেকে ১৪ এপ্রিল ভারতের রফতানি বেড়ে হয়েছে ১৩৭২ কোটি ডলার। বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বিদেশে মূলত ইঞ্জিনিয়ারিং, গয়না ও দামি পাথরের চাহিদা রফতানি বৃদ্ধির অন্যতম কারণ। উল্লেখ করা যায়, গত বছর এই সময়ে করোনাজনিত পরিস্থিতিতে রফতানির অঙ্ক ছিল ৩৫৯ কোটি ডলার। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এবছর আমদানিও গত বছরের ৬৫৪ কোটি থেকে বেড়ে হয়েছে ১৯৯৩ কোটি ডলার।

Related posts

Leave a Comment