kolkata medical collegeHealth 

মেডিক্যালে চালু হবে বহির্বিভাগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বহির্বিভাগ চালু হচ্ছে মেডিক্যালে।সূত্রের খবর, ডাক্তারির স্নাতকোত্তর স্তরের পরীক্ষার কথা মাথায় রেখে কলকাতা মেডিক্যাল কলেজ আবার মেডিসিন, স্ত্রীরোগ সার্জারি — সব ক্ষেত্রেই বহির্বিভাগ চালু করছে। জানা যায় ,সেখানে কারোনা আক্রান্ত নয় এমন রোগীদের দেখে প্রয়োজন অনুযায়ী ভর্তিও নেওয়া হবে।তবে জরুরি বিভাগ থেকে রোগী ভর্তি শুরু হচ্ছে না।মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ তথা সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন ,হাসপাতালে দীর্ঘদিন বহির্বিভাগ ও রোগী ভর্তি বন্ধ থাকায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।অন্যদিকে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া পরিদর্শনে আসার কথাও রয়েছে।

Related posts

Leave a Comment