কম এবং মাঝারি করোনা আক্রান্তদের জন্য ফ্যাভিপিরাভির
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বাজারে আসছে করোনার ওষুধ। কম এবং মাঝারি করোনা আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ বাজারে আনতে চলেছে দুটি সংস্থা, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, ভারতের সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছিল, শীঘ্রই নিজেদের তৈরি ফ্যাভিপিরাভির-সমৃদ্ধ ওষুধ দেশের বাজারে বিক্রি শুরু করা হবে। পাশাপাশি এই ওষুধটি করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে।
অন্যদিকে, বুধবার আরও একটি ওষুধ প্রস্তুতকারি সংস্থা লুপিন দাবি করেছে, ফ্যাভিপিরাভির ট্যাবলেট তারাও আনছে বাজারে।সূত্রের আরও খবর, সান ফার্মাসিউটিক্যালসের এই ওষুধের নাম ‘ফ্লুগার্ড’ এবং লুপিনের ওষুধটির নাম ‘কোভিহল্ট’। ফ্লুগার্ড (ফ্যাভিপিরাভির) ২০০ মিলিগ্রাম ওষুধ ভারতের বাজারে মিলবে ৩৫ টাকা প্রতি ট্যাবলেট মূল্যে। এটি করোনা ভাইরাসের হাল্কা বা মাঝারি উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ উপকারী বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই ওষুধটি জাপানের একটি সংস্থা ইনফ্লুয়েঞ্জার জন্য তৈরি করেছিল।
পাশাপাশি লুপিনের তৈরি কোভিহল্ট ভারতীয় বাজারে মিলবে ৪৯ টাকা প্রতি ট্যাবলেট হিসেবে ৷ জানা গিয়েছে, ফ্যাভিপিরাভির ওষুধটি সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ছাড়পত্র পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, কোভিড চিকিৎসায় এখনও পর্যন্ত সরকারি ভাবে ফ্যাভিপিরাভির এবং রেমডেসিভির সমৃদ্ধ অ্যান্টিভাইরাল ওষুধগুলি ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।

