বিশ্বকাপ নিয়ে বৈঠকের ডাক ফিফার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বকাপ নিয়ে বৈঠক। বিশ্বকাপ ফুটবল ৪ বছর না ২ বছর অন্তর হবে, তা নিয়ে বৈঠক ডেকেছে ফিফা। সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর ২১১টি সদস্য দেশ, ক্লাব, লিগ ও ফুটবলারদের সংগঠনের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে মতামত নেবে ফিফা। এক্ষেত্রে জানা যায়, বিশ্বে ফুটবলের প্রসারে আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে গঠিত কমিটি প্রস্তাব দিয়েছে, প্রতি ২ বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের। এক্ষেত্রে আপত্তি জানিয়েছে ইউরোপের উয়েফা ও দক্ষিণ আমেরিকার কনমেবল ফুটবল ফেডারেশন। সমস্যার সমাধানসূত্র খুঁজতে এই বৈঠকের ডাক দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
উল্লেখ করা যায়, গত ২১ মে ৭১-তম ফিফা কংগ্রেসে প্রতি ২ বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা প্রথম জানানো হয়। এক্ষেত্রে সমর্থন রয়েছে মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কনকাকাফ এবং এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা এএফসি। অন্যদিকে চলতি মাসে বিশ্বকাপজয়ী ও প্রাক্তন ফুটবলারদের মতামত গ্রহণ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা সূত্রের মত, ২ বছর অন্তর বিশ্বকাপ অনুষ্ঠিত হলে অনেক বেশি দেশ খেলার সুযোগ গ্রহণ করতে পারবে। পাশাপাশি আয়ও বাড়বে ফিফা সংস্থার।

