রাঙ্কিং তালিকায় নেমে গেলেন ওসাকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ওপেনে হারের প্রভাব রাঙ্কিংয়েও। ৮ নম্বরে ওসাকা। জাপানের তারকা নেয়োমি ওসাকা তালিকার ৮ নম্বরে নেমে গিয়েছেন। ডব্লিউটিএ যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ১ নম্বর স্থানে রয়েছেন অ্যাশলে বার্টি। ২ নম্বরে রয়েছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। অন্যদিকে পোল্যান্ডের ইগা শিয়নটেক ৫ নম্বরে। প্রথম ১০ নম্বর থেকে সরে গেলেন সিমোনা হালেপ। তাঁর স্থান হল ১৪ নম্বরে।

