বিশ্বের সুখীতম দেশ কোনটি জানেন ?
আবারও রেকর্ড ফিনল্যান্ডের। একটানা ৭ বার এই রেকর্ড গড়ল দেশটি । জানেন কি সেই রেকর্ড ? রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। ফিনল্যান্ড বিশ্বের ১৪৩ টি দেশের মধ্যে সুখীতম দেশের তকমা পেল। ভারত এই তালিকায় ১২৮ নম্বর স্থানে। ভারত গতবার ছিল ১৩৬ নম্বরে। বিশ্বের প্রথম ৫টি সুখী দেশ হল-ফিনল্যান্ড,ডেনমার্ক,আইসল্যান্ড,সুইডেন ও ইজরায়েল। ভারতের পর রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আমেরিকা ২৩ ও ব্রিটেন ২০ নম্বরে ।

