mick schumacherSports World 

ফর্মুলা টুতে চ্যাম্পিয়ন হলেন মিক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফর্মুলা টুতে সেরা শ্যুমাখার পুত্র মিক। ফর্মুলা ওয়ানে আসার আগে বাহারিনে ফর্মুলা টুতে চ্যাম্পিয়ন হলেন মাইকেল শ্যুমাখার পুত্র মিক। সূত্রের খবর, রেড বুলের হয়ে ফর্মুলা ওয়ানে যোগ দেওয়ার আগে জার্মানির ২১ বছর বয়সী মিকের কাছে বাহরিনে ফর্মুলা টুতে শেষ রেস ছিল। তিনি আমেরিকার হাস টিমের হয়ে রেস্ জিতলেন ২১৫ পয়েন্টে। তিনি ব্রিটেনের ইলটকে ১৪ পয়েন্ট পিছনে ফেললেন।

আত্মবিশ্বাসী মিক জানিয়েছেন, এই রেসে আমারই আধিপত্য ছিল। তবে চ্যাম্পিয়ন হয়ে বাড়তি কোনও আনন্দ পাচ্ছি না। কারণ আমার সামনে এখন ফর্মুলা ওয়ানের কঠিন চ্যালেঞ্জ রয়েছে। উল্লেখ্য, ফেরারির হয়ে পিতা মাইকেল ৭বার বিশ্ব জয় করেছিলেন। তবে মিকের ওপরই প্রত্যাশার চাপ বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment