4th phase electionOthers Politics 

চতুর্থ দফার ভোটে হাড্ডাহাড্ডি কেন্দ্রগুলি জেনে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চতুর্থ দফার ভোট। উত্তরবঙ্গ ছাড়াও রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় ৷ কাল ৫ জেলার ৪৪ আসনে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। রাজ্যের বেশ কয়েকটি আসনগুলির দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। দেখে নিন একঝলক।

সিঙ্গুড়: বিধানসভা নির্বাচনে রাজ্যে সবথেকে বেশি নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম। তারপরেই থাকছে সিঙ্গুর ৷ ১০ বছর আগে এই সিঙ্গুরের জমি আন্দোলনের ঢেউয়ে এসেছিল তৃণমূল ৷ এবার পরিস্থিতি ভিন্ন না একই রয়েছে কাল তারই পরীক্ষা ৷ তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবার সিঙ্গুর থেকেই বিজেপি-র প্রার্থী৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বেচারাম মান্না৷ সিঙ্গুরে হারানো জমি ফিরে পেতে নতুন মুখ সৃজন ভট্টাচার্যের ওপরে আস্থা লাল শিবিরের। লোকসভা ভোটের নিরিখে সিঙ্গুরে এগিয়ে বিজেপি ৷

নাটাবাড়ি: কোচবিহার জেলায় নজর থাকবে নাটাবাড়ি কেন্দ্রে ৷ এই আসনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তাঁর বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপি-র প্রার্থী তৃণমূল ত্যাগী বিধায়ক মিহির গোস্বামী ৷ উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঘোষ নাটাবাড়ির বিধায়ক ছিলেন। মিহির গোস্বামী ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ৷ এবার নাটাবাড়িতে প্রার্থী হয়েছেন।

দিনহাটা: কোচবিহারের এই কেন্দ্রেও এবার তীব্র লড়াই ৷ তৃণমূলের উদয়ন গুহের বিরুদ্ধে দিনহাটায় বিজেপি প্রার্থী কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। লড়াই হবে জমজমাট।

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের আর এক জেলা আলিপুরদুয়ারেও এবার লড়াই কঠিন ৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী ৷ তাঁর বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়। বিজেপি-র প্রার্থী করেছে সুমন কাঞ্জিলালকে। আলিপুরদুয়ারে নজর রাখছেন বিশ্লেষকরা।

ভাঙড়: ভাঙড় মানেই উত্তপ্ত ভোট। আরাবুলকে এবার প্রার্থী করেনি তৃণমূল ৷ প্রথমে অসন্তোষ দেখালেও পরে দলের হয়ে কাজ শুরু করেছেন ৷ ভাঙড়ে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে নিজের ভাই নওসাদ সিদ্দিকিকে প্রার্থী করেছেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ৷ ভাঙড়ে গিয়ে সভাও করে এসেছেন আব্বাস ৷ ভাঙড় দখলে এবার কঠিন লড়াই।

যাদবপুর: যাদবপুর ২০১৬ সালে পুনর্দখল করেছিল সিপিএম৷ এবারও সেখানে সুজন চক্রবর্তীকেই প্রার্থী করেছে বাম শিবির ৷অন্যদিকে বিজেপি-র প্রার্থী প্রাক্তন সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর ৷ যাদবপুর পুনর্দখলে দেবব্রত মজুমদারের উপরে আস্থা রেখেছে তৃণমূল ৷

কসবা: রাজ্যের মন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ। অন্যদিকে বিজেপি-র প্রার্থী ইন্দ্রনীল খাঁ। কসবায় নজর থাকবে অনেকেরই।

টালিগঞ্জ: এই কেন্দ্রে এবার তারকা লড়াই ৷ তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস। বিজেপি-র প্রার্থী বাবুল সুপ্রিয়। সিপিএম-এর দেবদূত ঘোষও রয়েছেন ৷ সবমিলিয়ে লড়াই হাড্ডাহাড্ডি।

বেহালা পূর্ব: শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে এবার তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় প্রার্থী তৃণমূলের ৷ এই আসন থেকে দাঁড়াতে মরিয়া ছিলেন শোভনও। বিজেপি টিকিট না দিয়ে প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে ৷ নজর থাকবে সবার।

বেহালা পশ্চিম: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী। কঠিন পরীক্ষা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ৷ চমকে দিতে পারবেন শ্রাবন্তী,নজর থাকবে।

ডোমজুড়: নন্দীগ্রামের পর তৃণমূলের আরও এক লড়াই ডোমজুড়ে ৷ বিজেপি-র প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কল্যাণ ঘোষের উপরে আস্থা রেখেছে শাসক দল তৃণমূল ৷

বালি: হাওড়ার এই কেন্দ্রেও এবার বিজেপি-র প্রার্থী তৃণমূল ছেড়ে আসা বৈশালী ডালমিয়া ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায় ৷ এই কেন্দ্রে সিপিএম ভরসা রেখেছে দীপসিতা ধরের ওপর ৷

উত্তরপাড়া : তৃণমূল ছেড়ে প্রবীর ঘোষাল বিজেপি প্রার্থী। তৃণমূলপ্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ উত্তরপাড়ায় গতবার তৃণমূলের টিকিটে জয়ী হন প্রবীর ঘোষাল। রাজনীতিতে নবাগত কাঞ্চন কি করেন সেটাই দেখার।

চাঁপদানি: হুগলির এই কেন্দ্রের দিকে নজর থাকবে। এই কেন্দ্রের বিধায়কের নাম আব্দুল মান্নান ৷ রাজ্যের বিরোধী দলনেতা এবার চাঁপদানি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী তিনি ৷ এবার চাঁপদানি কার দখলে থাকে সেটাই দেখার।

চন্দননগর : এই কেন্দ্রে ভাগ্য পরীক্ষা রাজ্যের আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেনের ৷ বিজেপি-র উত্থানে ভাবনা বেড়েছে।

চুঁচুড়া: বিজেপি যে সাংসদদের এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ চুঁচুড়া থেকেই এবার লড়ছেন বিধানসভা নির্বাচনে। ২ মে জানা যাবে ফলাফল।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক -কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment