health and toothHealth Others 

আক্কেল দাঁতের ব্যথা কমাতে ঘরোয়া দাওয়াই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আক্কেল দাঁতের ব্যথায় ভুগছেন, জেনে নিতে পারেন ব্যথা কমানোর কয়েকটি ঘরোয়া দাওয়াই। ওষুধ না খেয়েও ঘরোয়া পদ্ধতিতে ব্যথা কমাতে পারেন অনায়াসে। অনেকেই আক্কেল দাঁতের সমস্যায় ভুগতে থাকে । আক্কেল দাঁত অন্য দাঁতগুলোর ক্ষতি করে থাকে। আক্কেল দাঁত তোলা কঠিন ও কষ্টসাধ্য হয়। ভিনিগারে তুলো ভিজিয়ে ব্যথার জায়গায় চেপে রাখতে পারেন। ব্যথা কমে আসবে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্কেল দাঁতের উপর একটা লবঙ্গ রেখে দেওয়া যেতে পারে । এক্ষেত্রে না চিবালেও চলবে। ব্যথা না কমলে লবঙ্গটা ফেলবেন না। আবার লবঙ্গ তেলও ব্যবহার করা যেতে পারে । আক্কেল দাঁত ছাড়াও দাঁতের ব্যথাতেও কাজ দেয় লবঙ্গ।

এক্ষেত্রে আরও বলা হয়েছে, ঠান্ডা-গরম সেঁক দেওয়া যেতে পারে বাইরে থেকে। আইস ব্যাগে বা কাপড়ে এক টুকরো বরফ রেখে সেঁক দিতে পারেন।
আবার পেঁয়াজ অর্ধেক করে কেটে ব্যথার জায়গায় রাখতে পারেন। দাঁত দিয়ে চাপ দেওয়া যেতে পারেন। এক্ষেত্রে পেঁয়াজ থেকে রস বের করা দরকার। পেঁয়াজের রস ব্যথা কমাতে সহায়তা করে।

অন্যদিকে তুলোর বল জলে ভিজিয়ে বেকিং সোডা মাখিয়ে নেওয়া যেতে পারে। এবার বলটা ব্যথার জায়গায় চেপে রাখতে হবে । অল্প সময়ের জন্য ব্যথা কমে যাবে। দাওয়াই হিসাবে কচি পেয়ারা পাতা জলে সেদ্ধ করে নিতে পারেন। এই সেদ্ধ পাতা অল্প সময়ের জন্য চিবিয়ে ফেলে দিলেই ব্যথা কমে যাবে।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, পিপারমিন্টে এক টুকরো তুলো ডুবিয়ে মাড়িতে লাগানো যেতে পারে। পিপারমিন্ট চাও খাওয়া যেতে পারে। এতে উপকার পাওয়া যায়। অল্প গরম জলে নুন যোগ করে কুলি করলে উপকার পাওয়া যায় । এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে সহায়তা করে। মাড়িকে সুস্থ রাখে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment