মিউচুয়াল ফান্ড প্রকল্প
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফ্র্যাঙ্কলিন টেম্পলটন নগদের অভাবে এপ্রিল মাসে ৬টি মিউচুয়াল ফান্ড প্রকল্প বন্ধ করে দিয়েছিল বলে খবর। সূত্রের খবর, এ বিষয়ে আরও জানা যায়, বন্ধের পর থেকে ম্যাচিয়োরিটি, প্রিপেমেন্ট ও কুপন পেমেন্ট বাবদ প্রকল্পগুলির ৮৩০২ কোটি টাকা আয় হয়েছে বলে জানানো হয়। তার একটা অংশ লগ্নিকারীদের ফেরৎ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

