গঙ্গাসাগর মেলার তোড়জোড় জোর কদমে
৯ জানুয়ারি থেকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। “সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার” একটা সময় এই কথাটি লোকের মুখে মুখে ঘুরতো। গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে ভক্ত-দর্শনার্থীদের ভিড় হয়। কয়েক লক্ষ মানুষের জন সমাগম ঘটে। পর্যটক এবং ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। রাজ্য সরকারের যাত্রী সহায়তা কেন্দ্র ও নিরাপত্তার জন্য পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে। গঙ্গাসাগরকে কেন্দ্র করে চালানো হচ্ছে বিশেষ ট্রেন পরিষেবা।
স্থলপথে ও জলপথে গঙ্গাসাগরে রাজ্যের বিভিন্ন জেলা বা ভিন রাজ্য থেকে আসা সাধু-সন্ত সন্ন্যাসী ও ভক্ত-দর্শনার্থীরা যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হন, তার জন্য রাজ্যের পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। আউট্রম ঘাটে বেশ কিছু বিশ্রাম শিবির তৈরি করা হয়েছে সাধু-সন্ন্যাসীদের জন্য। সেখানে বিশেষ সুবিধা হিসেবে পানীয় জল, শারীরিক চিকিৎসার জন্য বুথ এবং সহায়তা কেন্দ্র রয়েছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে । মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা রয়েছে।

