সৌরভকে ট্রফি জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হত : গম্ভীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সাফল্যের কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কেই।সম্প্রতি তিনি জানিয়েছেন , ‘টেস্টে ধোনি এত সফল অধিনায়ক হতে পেরেছে জাহির খানের জন্য। ও ধোনির কাছে আশীর্বাদস্বরূপ ছিল। এর কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্য। আমার মতে, জাহির ভারতের সেরা বিশ্বমানের বোলার।’
প্রসঙ্গত , ২০০৭ সালে ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ ও ২০১৩ সালে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গৌতম গম্ভীর। ধোনির অধিনায়কত্ব প্রসঙ্গে তাঁর বক্তব্য , ‘অধিনায়ক হিসেবে ধোনি অত্যন্ত ভাগ্যবান ছিল। কারণ, ও প্রতিটি ফর্ম্যাটেই দুর্দান্ত দল পেয়েছিল। ২০১১ সালের বিশ্বকাপের দলের নেতৃত্ব দেওয়া সহজ ছিল। কারণ, আমাদের দলে সচিন , সহবাগ, আমি, যুবরাজ), ইউসুফ, বিরাটের মতো ক্রিকেটার ছিল। সৌরভকে ট্রফি জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হত। তার ফলেই ধোনি এত ট্রফি জিততে পেরেছে।’
তিনি আরও জানিয়েছেন ,ভারতের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে সৌরভ ও ধোনি অন্যতম। তবে সাফল্যের বিচারে সৌরভের চেয়ে এগিয়ে ধোনি। তিনিই বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে সবকটি আইসিসি প্রতিযোগিতা জেতার কৃতিত্ব অর্জন করেন।প্রসঙ্গত , ১ বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ধোনি। তাঁর অবসর নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। সম্প্রতি ধোনির ম্যানেজার ও ঘনিষ্ঠ বন্ধু মিহির দিবাকর জানান , এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি আরও কিছুদিন খেলতে চান। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য বদ্ধপরিকর তিনি।

