ভারতের জিডিপি সঙ্কুচিত হয় ৭.৩ শতাংশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৪০ বছরে প্রথম সঙ্কোচন জিডিপি-র। সূত্রের খবর, করোনার জেরবার পরিস্থিতিতে অর্থনীতি ধাক্কা খাবে, এমনই আশঙ্কা ছিল। গত ২০২০-২১ অর্থবর্ষে ভারতের জিডিপি সঙ্কুচিত হয় ৭.৩ শতাংশ। এটি চার দশকে এই প্রথমবার হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এই হার কেন্দ্রের ৮ শতাংশ সঙ্কোচনের পূর্বাভাসের চেয়ে কম। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় গত বছর ২৫ মার্চ শুরু হওয়া লকডাউনে স্তব্ধ হয় জনজীবন। এক্ষেত্রে আর্থিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়।
সূত্রের আরও খবর, এই আবহে ২০২০-২১ সালের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) জিডিপি কমেছিল ২৪.৪ শতাংশ। এক্ষেত্রে ত্রৈমাসিকে সঙ্কোচনের হার ছিল ৭.৪ শতাংশ। অন্যদিকে উৎসবের মরসুমে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মেলে। অক্টোবর-ডিসেম্বরে ও পরে জানুয়ারি-মার্চে তা বেড়েছে- ০.৫ শতাংশ ও ১.৬ শতাংশ। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বৃদ্ধিতেও স্বস্তি মিলবে না। কারণ হিসাবে বলা হয়েছে, মার্চের শেষ থেকেই দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। এক্ষেত্রেও ধাক্কা খেয়েছে বাণিজ্যিক সমস্ত কাজকর্ম। বর্তমান আবহে সংক্রমণ কম হলেও বিভিন্ন রাজ্যে জারি হয় বিধি-নিষেধ। চলতি অর্থবর্ষের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, ১১ শতাংশ বৃদ্ধির মুখ দেখা বেশ শক্ত। দ্বিতীয় ধাক্কার প্রভাব এবার অর্থনীতিতে বিশেষ পড়বে না বলেই দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

