GDP-1Others 

রাজ্যের জিডিপি বাড়ার ইঙ্গিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের জিডিপি বাড়বে, এমনটাই দাবি করা হয়েছে। সূত্রের খবর, বিশ্বব্যাপী করোনা আবহে চলতি অর্থ বছরে ভারতের জিডিপি ৭.৭ শতাংশ কমার আশঙ্কা তৈরি হয়েছে। ওই সময় পশ্চিমবঙ্গের মোট উৎপাদন জিএসডিপি আগাম হিসাবে ১.২ শতাংশ হারে বাড়তে পারে বলে দাবি করলেন রাজ্যের অর্থ ও শিল্প-বাণিজ্যমন্ত্রী অমিত মিত্র।

উল্লেখ করা যায়, বেঙ্গল বিজনেস কনক্লেভ অ্যান্ড সিনার্জি অনুষ্ঠানে শিল্পমহলের প্রতিনিধিদের এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। এ বিষয়ে তাঁর বক্তব্য, উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সংখ্যার তুলনায় আমাদের রাজ্যের অন্তত পক্ষে ৮ শতাংশ পার্থক্য থাকবে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে চাহিদা-চালিত নীতি এবং মূলধনী ও উন্নয়ন খাতে খরচ অনেক বেশি হওয়া। বাংলার অর্থনীতি কোনও মতেই সঙ্কুচিত হবে না, বরং তা বৃদ্ধি পারে।

এক্ষেত্রে তাঁর আরও মন্তব্য, জাপানের মতোই পশ্চিমবঙ্গেও করোনা আবহে সরকার, শিল্পমহল ও ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানগুলি একসঙ্গে কাজ করেছে। প্রসঙ্গত, স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির চেয়ারম্যান হিসাবে অমিত মিত্র চলতি অর্থ বছরে প্রায় ৯০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পূর্বেই এই লক্ষ্য নির্দিষ্ট করা হয়।

রাজ্যের অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, করোনাজনিত পরিস্থিতি থাকা সত্ত্বেও গত এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যের অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে ব্যাঙ্কগুলি ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে। আমরা আশা করছি, চলতি অর্থ বছর শেষ হওয়ার আগে এই সংখ্যাটা বেড়ে ৭০ হাজার থেকে ৭৫ হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। করোনা আবহে সত্ত্বেও লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ পূরণ করা যাবে।

Related posts

Leave a Comment